নিস্তব্ধ নক্ষত্রপুঞ্জে জড়ো ক্লান্তি-নিবিষ্ট চেতনা,
অলীক অস্তিত্বের অগ্নিগর্ভে মিশে যায় গূঢ় বেদনা।
ধ্বংসের ধুলিঘূর্ণিতে নৃত্য করে নিঃসার নৈরাশ্য,
জাগতিক যন্ত্রণার গলিতগর্ভে নির্মিত নৈঃসঙ্গ্য।
আলোকচ্ছটায় অপলক অবচেতনে জাগে বিস্ময়,
আত্মানুসন্ধানের অমোঘ অন্বেষণে গড়ে অনুভয়।
স্মৃতির সোপানে রক্তাক্ত রক্তিম রেখার রেখাপাত,
অমর্যাদার অন্ধকারে ঝরে বিবর্ণ অতীতের প্রভাত।
চেতনাতীত কল্পনায় বিলীন ভাষাহীন ব্যাকুলতা,
অপ্রকাশিত আবেগের অন্তর্ঘাতী প্রতিক্রিয়াশীলতা।
শূন্যতার সমুদ্রতলে অনন্ত আর্তনাদ ঘূর্ণিত হয়,
স্বরহীন সংলাপে অন্তর্গত অবচেতন প্রবাহ সয়।
অপার্থিব অব্যক্ততায় শব্দেরা হারায় ছায়া,
অন্তস্তলে গাঁথা থাকে বর্ণালিপিহীন ব্যাকরণ-নির্ভর মায়া।
আলো ও অন্ধকারের জটিল যৌগে জন্মায় চিরদাহ,
বিষণ্ণ বিষাদ-নদীতে বহে বোধের অপার প্রলয়-গাহ।।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন