নিশুতি রাতের নীরব ছায়া,
চাঁদের আলোয় জেগে ওঠে মায়া।
তীব্র হাওয়ায় দুলে ওঠে প্রাণ,
অজানা স্বপ্নে হারায় অবসান।
নদীর কলতান গায় এক গান,
ভোরের পাখিরা গায় জীবন সনাম।
গন্ধে ভরে যায় জবা আর বেলি,
মন যেন ভেসে চলে অলস খেলি।
তোমার চোখে দেখি আলো রঙিন,
যেন বসন্ত এসে বাজায় বাঁশির টান।
হৃদয়-ভুবনে প্রেমের ফুল ফোটে,
অভিমানও তখন মিষ্টি কথা রটে।
আকাশের মতন বিস্তৃত তুমি,
তোমায় নিয়েই আমার সব ভূমি।
তাই এই কবিতা, নিঃশব্দে লেখা,
তোমারই নামে, ভালোবাসা বহা।

মন্তব্য করতে ক্লিক করুন