তুই যে আমার পৌষ মাসের উঠোন ভরা রোদ,
তুই যে আমার হঠাৎ পাওয়া ভালবাসার স্রোত।
তুই যে আমার নিঝুম আকাশ কিচিরমিচির গান,
তুই যে আমার ভোরবেলার প্রথম ডাকা নাম।
তুই যে আমার একলা আকাশ দূরের সমুদ্দুর,
তোকে ছাড়া এই মন টা করে গুড়গুড়।
তুই যে আমার ভালবাসার অন্য আর এক নাম,
তুই যে আমার ভবিষ্যতের চোখ জুড়ানো প্রাণ।
তুই যে আমার একলা মনের হৃদয় পরশমণি,
তোকে ছাড়া কেমন করে একলা থাকি আমি।
রাতের শেষ আর ভোরের শুরু,
তুই যে আমার ভালবাসা তুই যে আমার গুরু।
তুই যে আমার মনের হওয়া প্রথম মহারানী,
বাবার পরে আগলে রাখবে কথা দিলাম আমি।
২১৬

মন্তব্য করতে ক্লিক করুন