আমরা
বাংলা কবিতা ডট নেট পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম।
বিশ্বের যেই প্রান্তে বাঙ্গালীর বসবাস সেখানে বাঙ্গালীয়ানার আবাস। বাংলা সংস্কৃতি আমাদের প্রাণের স্পন্দন।
আপনার অভ্যাস আছে লেখা লেখির? তবে আপনার কবিতা, ছড়া, ছোট গল্প লিখুন আপন মননে বাংলা কবিতা ডট নেট-এ । এবং আরোও যুক্ত করতে পারবেন আপনার প্রকাশিত গ্রন্থের পরিচিতি।
আপনি যদি ভালোবাসেন সাহিত্য? প্রিয় ভালোবাসার পাঠক, তবে সাথে থাকুন আমাদের, পড়ুন, মন্তব্য করুন এবং অনুপ্রেরণা দিন সম্মানিত লেখকদের। শব্দের বারান্দায় প্রকাশিত হচ্ছে, সমসাময়িক নতুন লেখকদের কবিতা ও ছড়া। গল্পের বারান্ধায় প্রকাশিত হচ্ছে ছোট গল্প।
এছাড়া নিয়নিত প্রকাশিত হচ্ছে বাংলার সব খ্যাতিমান লেখকদের কবিতা - ছড়া - গল্প।