দিলে জীবে জীবন
শূণ্যে রাখলে পবন
নাসারন্ধ্রে আসে সুক্ষ্ম সমীরণ
ক্ষণস্থায়ী সব আসবেই মরণ।
ভবে ছাড়লে জীন-েইনসান
দেখানোর তরে অলৌকিক শান
খুঁটি ছাড়া রাখিলে আসমান
অপরূপ সৃষ্টি!
আল্লাহ তুমি যে মহান।
খেদমতে ইনসান
করলে কত দান
তোমার দয়া অফুরান
আল্লাহু সুবহান।
তটিন থেকে পানি
ঢেউ খেলে নিরবধি
দিছো তুমি বৃষ্টি
লাগিলে চিত্ত হয় স্বস্থি।

মন্তব্য করতে ক্লিক করুন