আমি অকোতভয়!
কেহ পারে না করতে-
আমায় পরাজয়।
আমি চন্দ্র!
যেখানে যাহা সাজে
সেখানে তাহা সেজে
শেষ করে দেই সব দ্বন্ধ।
আমি ধনুক খণ্ড!
ভণ্ডের যত চোখ
করে দেই অন্ধ।
আমি বীরকেশরী পুরুষ!
জালিমের কাছে কভু
নাহি করি আপোষ।
আমি ন্যায়ের অগ্নিশিখা!
যেখানে মারি ঝাড়
তা যায়নি! যাবে না!
কখনোই বৃথা।
আমি বিজয়ী বীরের তলোয়ার!
শত্রু সম্মুখে
উচ্চ ধ্বনিতে
গাই সত্যের জয়কার।
আমি স্বৈরাচারী সরকার!
মানবরূপী যত পশুর ঘর
দেই করে সব
ছারকার।
আমি মাটিতে দণ্ড-
ঐ বিদ্যুত খুঁটি!
মানুষে মানুুষে করে দেই
মায়া-মমতার জুটি।
আমি সেই আগুন আভা!
যা জমিনের নিচে ঢাকা।
ঐ তেজস্বী সূর্য!
সত্যের পথে করিতে লড়াই
আমি রণতুর্জ।
আমি হাসনা-হেনা ফূল!
খোশবু ছড়িয়ে চারিদিক
করে করে দেই ব্যকুল।
আমার মনে যবে উঠে যা-
আমি সাথে সাথে করি তা!
আমি কে?
আমি নজরুল কবির বিখ্যাত ঐ
বিদ্রোহী কবিতা!

মন্তব্য করতে ক্লিক করুন