কবিতা - আমি খুশি কবি মোঃ আবু আইয়ুব আনছারী আনহার প্রকৃতির কবিতা, রূপক কবিতা আজিকে আমি খুশি! মেঘের দিনে আমায় দেখে আকাশ মামা বিজলী মেরে হাসে পুষ্পের হাসি। ছিলাম আমি দুঃখে দেখতে পেয়ে নদীর স্রোতে আমার সাথে কাদ মিলিয়ে কাতর বুণে কাদে। যবে ধরে না মোরে ঘুমে তনে ছটফট করে মনে, বাতাস আমার বন্ধু সেজে গল্প শুনায় কানে। ♥ ০ পরে পড়বো ৭৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন