দূর্গম পথ জলহীন মরু!
উদ্যম হয়ে পাড়ি দিতে হবে,
যন্ত্রণারও উদধি গিরি-
এড়িয়ে বাধা যেতে হবে।

কিশোর জীবন শেষাক্ষণে
ঝড়-তোফানো পাবে রাহে,
ধৈর্য বীর্য অভয় রেখে-
লঙ্গিতে হবে যাত্রাপথে।

বাঁধার প্রাচীর লোহার দেয়াল
লেগে থাকবে চলার সাথে,
কতশত ক্লেশও কষ্ট-
আসবে আঠারো বছর বয়সে।

নব্য জোয়ান ভয় পেয়ো না
আক্রান্ততা যাইবে উড়ে,
সাহসিকতা অবিচলতা দৃঢ় দৃঢ়তা
রাখলে তবে-
বিজয় আসবে জয়ধ্বজা রূপে
তোমার সোনার উঠানে।

আঠারো বছর বয়স সে যে
বিজয় নিশান নব্য ধারা,
হেতু আসবে বিরহ-ব্যথা
পরীক্ষা করিতে হিম্মত রেখা।

এই বয়সে লড়াই করে গঠন কর
নয় অচেতন হয়ে সচেতন,
তবে আকাশপানে শুনবে তুমি-
তোমার!
বিজয় নিশান ধ্বজা কেতন।

১৬
মন্তব্য করতে ক্লিক করুন