কোন উসিলায় চাইবো
নবীজির দিদার?
নেই কোনো আমল! কিংবা;
মোর নেই কোনো সাধ্য-
অজীব হয়েও দেখলো নবীকে
ঐ আকাশের চাঁদ;
কতই ভালো-তাঁর ভাগ্য।

নবীর থেকে দূরে থাকায়
দিল হয়েছে শক্ত,
কিছুতেই কাঁন্দে না!
মৃত গাছে ক্রন্দিত প্রেমে
নাম হলো তাঁর-
উস্তুতে হান্নানা।

পরে পড়বো
৩৬
মন্তব্য করতে ক্লিক করুন