অত্যাচারির আমল প্রাসাদ
বাড়ছে দ্বিগুণ হচ্ছে ভরাট—
মুখোষধারীর মুখোষ,
লেবাসধারীর লেবাস,
হেকমতিদের হেকমত,
মুনাফিকের কার্যত,
মিথ্যাবাদীর কিযবাত,
দুষ্ট বিচ্চুর বিষদাত,
আকাশ উড়া কালো পশু—
কাক মশাইয়ের মরণ ডাক,
সব মাতালের অন্ত হবে
খুলবে মুখোশ হইবে প্রকাশ।

১০
মন্তব্য করতে ক্লিক করুন