সজীব-অজিব; হায়রে নসীব!
কী কাজ করলি এই ভবে?
পরজীবনে খোদার কাছে
দাঁড়াবি তুই কোন মুখে?

বিরাট সিঁড়ির এই চলাচল
দিলে পাড়ি মুল ভুলে,
শেষ বিকেলে ক্লান্ত মনে
রুদ্র চলে যায় ডুবে।

অন্ধ নেশায় হাবুডুব
খাচ্ছো তুমি ডুবে,
রাঙা প্রভাত যায় চলে যায়
খেয়াল কি তোর আছে?

পরে পড়বো
৩০
মন্তব্য করতে ক্লিক করুন