বায়ান্নতে প্রাণ দিয়েছি বাংলা ভাষার জন্য,
একাত্তরে ধরেছি অস্ত্র, করেছি মুক্তিযুদ্ধ।
শান্ত স্বাধীন কুটিরে কেহ চায় যদি এসে পণ্য,
প্রতিবাদ করে রুখবোই, তবে করবো মুণ্ড ছিন্ন।

যদি ব্রিটিশের ন্যায় ইস্ট নাম ধরে বসায় অট্টালিকা
রাশিয়া ভারত মায়ানমার চীন বা আমেরিকা—
সব গোলামের কপালে দিবো কালকূট একে বাকা
সালিল দিয়েও রক্ষা করবো বাংলা ভূমির শাখা।

যদি ভিনদেশি কোনো পরাশক্তি করে অভিযান
মীরজাফরের কালো শক্তি করবো কানকান।
মোরা এক নদীতে বসবাস করি, হিন্দু-মুসলমান—
ঐক্য করে সাধিবো সাধবো বাংলার সম্মান।

যদি উন্নয়নের নামে পড়ায় বন্দি শিকল বেড়া
স্বর্গ বদলে নরকে দেয়, ফেলে আমাদের সেথা—
তবে জোট করিয়া শান্তি-নিশান উড়াবোই মোরা,
নোবেলজয়ী স্বৈরাচারের গলে দিবো ফাঁসি-রশা।

মোদের রক্তমাখা ইতিহাসকে রাখবো চির অম্লান
সব গাদ্দারদের দেহ থেকে কেড়ে নেবো তার প্রাণ,
ঐক্যবদ্ধ বাঙালি জাতি এক থাকবে চিরকাল,
আসুক যত বাধার প্রাচীর, ষড়যন্ত্রের মহাজাল।

কোটি কণ্ঠে বলবো মোরা জালিমেরা নিপাত যাক!
উড়াবো নিশান বলে বলে বাংলাদেশ জিন্দাবাদ!

পরে পড়বো
৮৬
মন্তব্য করতে ক্লিক করুন