চোরের পুত্রে দেশটা ভরা
কোন দিকে যে মরি,
আমও নিলো জামও নিলো—
নিলো টাকা কড়ি
আমি কোন দিকে যে মরি।

নিলো রূপা সোনা দানা
বহু ভরি ভরি,
সেই সুখেতে বউটা আমার—
মারে জুতার বারি
আমি কোন দিকে যে মরি।

বোনের জন্য কিনলাম এখান
রেশমি নতুন শাড়ি,
পথে পেয়ে চোগল খোরে—
মারল আমায় ছুড়ি
আমি কোন দিকে যে মরি।

চোরের সাথে করে লড়াই
দিলাম তারে ঘুষি,
পুলিশ আমায় ভুলে বুঝে গো—
পড়ালো হাতকড়ি।
আমি কোন দিকে যে মরি।

চুরে এখন দেশটা ভরা
সবাই তাদের ডরি,
এক চুরে বিয়া করে—
আরেক চুরের হালি
আমি কোন দিকে যে মরি।

নামাজ পড়ে বেরিয়ে দেখি
জুতা আমার চুরি,
সব কিচ্ছার অন্ত হবে—
দিলে গলায় ধরি
আমি কোন দিকে যে মরি।

পরে পড়বো
৭৫
মন্তব্য করতে ক্লিক করুন