চোখের সামনে ঐশী বাণী
দোলছে কোণায় ভাসছে হাওয়া,
বারণ থাকতে গোনাহ থেকে
আছে লেখা যে তাঁহায়।

অবাধ্যতায় স্বজ্ঞানে হায়
হইলে তাতে শামিল,
পরিণামও আছে লেখা
ঐ বাণীর নয় অমীল।

ক্ষুদ্রমানব অতি দুর্বল
বারবার দেই লাফ,
গাফুরুর রাহিম! নবীর তরে
ক্ষমিয়ো ওগো-
করিয়ো মোরে মাফ।

পরে পড়বো
৭৭
মন্তব্য করতে ক্লিক করুন