শিষ্টাচারের প্রতীক হয়ে
দুনিয়াতে বাঁচতে চাই,
মরলে যেন হাসি আমি
ভবের লোকে কাঁদে ভাই।
অনাথ-ইয়াতিমেরো পাশে
সর্বদা আমি থাকতে চাই,
তাঁদের সুখে হাসি যেন
তাঁদের দুঃখে কাঁদি ভাই।
সূর্যের ন্যায় উদার হয়ে
মিছাল রূপে থাকতে চাই,
মরার পরও যেন সবে
আমায় স্মরণ করে ভাই।
বিনয় হয়ে সবার সাথে
কথা-বার্তা বলতে চাই,
যাতে করে পরকালে
রবের কাছে মুক্তি পাই।
ধন-সম্পদ, সুখ-ঐশ্বর্য—
কিছুতেই মোর লোভ নাই,
পার্থিব মোহ ত্যাগ করিয়া
খোদার প্রিয় হতে চাই।
গভীর রাত্র নিশুতকালে
সিজদায় ললাট রাখতে চাই,
মনের সকল দরজা খুলে
ক্লেশের গিরি ভাঙতে চাই।
স্বর্গ-নরক ভূ-লোক-দ্যুলোকের
স্রষ্টা আল্লাহ আর কেউ নাই,
নবী আমার চোখের মণি
আল্লাহ হলেন সবার সাঁই।

মন্তব্য করতে ক্লিক করুন