প্রবৃতির দাসত্ব করিয়া
করিতাছে বাজে কাজ,
সব ভালো দিয়েছ ছাড়িয়া
এমনকি ছাড়িয়াছ নামাজ।
মন থাকিয়া উদাও করেছে
তুমি যে মুসলমান,
ইবলিশ তোমার গাঢ়ে বসিয়া
করিয়াছে শয়তান।
সালাত ছেড়ে দিয়ে
করেছ মস্তবড় ভুল,
নামাজ হলো ভিত্তি বা
ইসলামের আমুল।
মহাপ্রলয়ে সবার আগে
সালাতের হবে হিসাব,
সেই কালে রবের কাছে
কী দিবে জবাব?
তা ছাড়িতে নেই কোনো আইন
না আছে কোনো ওজর,
জেনে নাও তুমি আদম নবী
অগ্রে পড়েছেন ফজর।
দিনের শুরুতে ভূমিকা রূপে
আছে হয়ে ফজর,
সবার আগে ইব্রাহিম খলিল
আদায় করেছে যোহর।
নামাজ হলো মহান আমল
স্বর্গপুরের নহর,
ইউনুস নবী সর্বপ্রথম
কাদ্বা করেছেন আসর।
সালাতই মূল আসল ধন
যত আছে গরীব,
আউয়ালেতে ঈসা নবী
শুরু করেন মাগরিব।
প্রাচীন হোক বা অদ্যবধি
নামাজ রব পাওয়ার প্রথা,
মুসা নবী বিদয়া করেন
রাত্রীকালিন ইশা।
তাই ইচ্ছা করে ত্যাগিয়ো না
যতদিন ধরায় রহিবে,
তবেই রাহ সাহল হবে
পরকালে ও পার্থিবে।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন