শরীরে দাগ পড়লে তা মুছে যায়-
সময়চক্রের করতলে পড়ে।
গগনের ছায়ামসী ঢাকা আবরণ
ঢেকে যায় মেঘের অন্তকালে।
সুখময় স্মৃতিগুলো ভুলে থাকা যায়;
নিরিবিলি সন্ধ্যার শীতল বাতাসে।
দুঃখ মাখা অতীতগুলো চাপা পড়ে যায়
নিত্যনতুন প্রিয়জন পেলে।
কিন্তু আমি ভিন্ন!
অদ্বিতীয়!
আমাকে ভুলা যায় না!
এটা ভুল কথা নয়, সত্যই!
কারণ আমি ভুলে পড়া রাজ্যের বস্তু নই।
আমি মহাকাল!
আমি প্রহর-সময়চক্র!
আমি অতীত, নই আতীত,
আমি বর্তমান,
হে নওজোয়ান!
আমি ভবিষ্যৎ—কার আছে হিম্মত?
কাহার সাহস আছে;
আমাকে ভুলে থাকতে সময়ের ছলে?
কেউ কি পারবে ভুলিতে আমায় চক্রবর্তীর তালে?
হা হা হা!
বললাম তো;
আমি মহাকাল!
মহাকাল রূপে কিনে নিয়েছি সব অর্থের বিনিময়ে।

মন্তব্য করতে ক্লিক করুন