নির্জনেতে কেঁদে কেঁদে দুরুদ বেজি বেশি
রাহমাতুল্লিল আলামিনকে অপ্রতীম ভালোবাসি।
অতলস্পর্শী কালিমায় ললাটে যুক্ত অভেদ্য প্রাচীর
দামাল দূর্বার দুরুদ শরীফ কাছে নিবে নবীজীর।
দুনিয়ার সব মোহ থেকে রাসুল প্রেম শ্রেয়
বর্জনিলাম নবীর জন্য রাসুল আমার প্রিয়।
তাঁহার ইশারাতে সবার অদৃষ্ট খোলে
প্রাণ যাক তবু কখনো কভু যাবো না নবীকে ভুলে।
মানব তুমি চাও যদি রবকে করতে রাজি
এখন নবীজীরও মায়ায় যাও হয়ে মজি।

মন্তব্য করতে ক্লিক করুন