বৈশাখ পরে জৈষ্ট্য আসে
মেঘের পরে রবি,
ক্লান্তিবেলা দূর হয়ে ভাই
আসবে সুখের ছবি।

বীজ থাকিয়া আসে চারা
ধানের থেকে চাল,
বিষা আঁধার শেষ হয়ে ভাই
আসবে খুশির কাল।

রাত্র কাটিয়া প্রভাত আসে
আকাশ ফেরে মেঘ,
পাল্টে যাবে দ্রত ও ভাই
জীবন গতিবেগ।

বিরহ ত্যাগিয়া হর্ষ আসে
সবই রবের লিলা,
আহ্লাদ পাবে তুমি ও ভাই
এটাই নীতির খেলা।

১১
মন্তব্য করতে ক্লিক করুন