স্বাধীন দেশের আম্বর আজ হয়ছে দূষণ
শান্ত গৃহে লাগছে আগুন পুড়ছে কেতন
শাসকেরা ঘরে বসে খাইতাছে ভোজন
আমজনতার মেরুদন্ড করতাছে শোষণ।
সাম্যের নামে বিশৃঙ্খলা ছড়াচ্ছে তামাম
চাদা তুলে নাম দিয়েছে গণতন্ত্রের ইমাম
ভঙ্গি ধরে ঝাপটি মেরে খায় কাজু বাদাম
আমিষ মেখে পেট ফুলাবে তুলে চাঁদা বাজান।
সত্য কিংবা মিথ্যা কোনটি দেখছ জনগণ
প্রহর থাকতে তাড়াও ওদের গায়ে পড়ে কাফন
নইলে উলটো তোমায় দিবে মৃত্যুর দাফন
সত্য কিংবা মিথ্যা কোনটি দেখছ জনগণ।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন