কবি মোঃ আবু আইয়ুব আনছারী আনহার

কবিতা - রবকে পাওয়ার চাবি

কবি মোঃ আবু আইয়ুব আনছারী আনহার
রবিবার, ০২ নভেম্বর ২০২৫ ধর্মীয় কবিতা

আল্লাহর খোঁজে আরশে গেলেও
তাঁকে কোথাও পাবে না,
রবকে যদি পেতে চাও
যাও সোনার মাদিনা।

সিজদা দিয়া কপালে দাগ
পড়লেও তাঁকে মিলবে না,
বিধাতা পাওয়ার আসল চাবি
লুকিয়ে আছে রাওয়াদ্বা।

নবী ছাড় উনার মিলন
কখনো তা সম্ভব না,
রাসুল খুশি না থাকিলে
হায়াতেও মাওলা দেখবে না।

রাসুলের প্রেম, ইশক-ইতায়াত
রাখো যদি অন্তরে,
সাধনা ছাড়াই দেখবে তুমি
খালিক্ব তোমার কুটিরে।

পরে পড়বো
৫০
মন্তব্য করতে ক্লিক করুন