কবি মোঃ আবু আইয়ুব আনছারী আনহার

কবিতা - সুবহানাল্লাহ তুমি মহান

কবি মোঃ আবু আইয়ুব আনছারী আনহার

বিশাল এ দুনিয়া
যতনও করিয়া;
সাজিয়েছো সবকিছু
নিজ হাতও দিয়া;
যেখানে যা লাগে
সেখানে তা দিয়া;
গড়িয়াছো সপ্তাহে নিখিল জাহান—
সুবহানাল্লাহ তুমি মহান।

পাহাড়ের উচ্চচূড়ায়
ঝরণার জল ঝড়িয়া;
সাগরেরও বিশাল ঢেউয়ে
তাসবিহ পড়িয়া;
চন্দ্র-সূর্য গ্রহ-তারা সিজদায় গিয়ে লুটিয়া;
ছানা পড়ে বাদশাহ তুমি জাহান—
সুবহানাল্লাহ তুমি মহান।

বিস্মৃত ভব লুকালয়ে
তোমার কত শত বান্দাজনে;
আরামের ঘুম হারাম করে;
হয়ে নত গায় তোমার গান—
সুবহানাল্লাহ তুমি মহান।

২৬
মন্তব্য করতে ক্লিক করুন