বাশ বাগানে ঝোপের তলে
ডাকে মাঠি আছে কি খবর,
যেই বাগানে নেই ও ভাইরে
এই দুনিয়ার ন্যায় বাতিঘর।

সেই য ঘরে সারা জনমভরে
থাকবে একেলা নেই সহচর,
কালো আঁধারহীন ঐ কুটির
নির্জনে বসবাস সারা নির্ঝর।

চতুরও পাশে আছেও মিশে
চারখানা দেয়াল চাল উপর,
নাড়া চাড়া তো করবে না রে
ঘরেরও মালিক তোর অন্তর।

ভবের কোলাহল হবে অচল
হায়াতের রশি ফুরাবে মন্তর,
আপন হবে সবকিছু ছেড়ে
তোমার ঐ কবর যা তন্তর।

পরে পড়বো
৭৯
মন্তব্য করতে ক্লিক করুন