চারদিকে মোবাইল
পড়া -লেখায় বারোটা,
মনে এখন অনলাইন
কেড়ে নিলো লাজটা।
সাক্ষাৎ ফেসবুকে
ছবি থাকে আবডেটে
রঙ্গিন দিনগুলো
ভুলে এখন টিকটকে।
ছোট কচি বাচ্চার
নেই আজ নেই সুখ,
মোবাইল হাতে নিয়ে,
মা দেখে ইউটিউব।
খেলাধুলা বিনেদন
সব গেছে গোল্লায়,
ফ্রি ফায়ার ম্যাচ এখন
মোবাইলের পাল্লায়।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন