মমতাময়ী মা
আবু জাফর মহিউদ্দীন
মা মানে অসীম আকাশ
যার নেই কোন তুলনা,
মা মানে রাত্রি জাগরণ
তার সন্তান নিয়ে ভাবনা।
মা মানে অফুরন্ত আদর
আর নতুন নতুন বায়না,
মায়ের মত এতো আপন
কোথাও তো পাই না।
মা মানে কোল জড়িয়ে
যার সীমাহীন মাতৃ-ছায়া
মা নামটি এতোই মধুর
ছোট্ট শব্দ অনেক মায়া।
মা মানে ছোট্ট বেলায়
গামলায় বসে উষ্ণ স্নান,
কপালে টিপ চোখে কাজল
থাকুক অটুট অম্লান।
মা মানে কোলে বসে
আদর করে খাওয়ানো,
ঘুম পেলে মায়ের কোলে
মাথা রেখে ঘুমানো।
মা মানে বসে সারাদিন
আমার কথা চিন্তা করে,
এমন মায়ের প্রতি ভালোবাসা
যেন থাকে সকলের অন্তরে।
মা মানে বিদ্যা-বুদ্ধিমত্তা
মা মানে হাতে খড়ি,
মায়ের ভাষায় আমার ভাষা
তার ভাষাতেই গড়াগড়ি।
মা মানে তিনি গৃহলক্ষ্মী
যার চরণ তলে জান্নাত,
মা সবার আশা-ভরসা।
মোদের শ্রেষ্ঠ নিয়ামত।
মা সকাল মা সন্ধ্যা
মা হলো সকল আঁধার,
এই জগতে মা ছাড়া
সব কিছুই তো অসাড়।
মা এই দেশের মাটি
মাতৃ মায়ের প্রকৃতি,
মা আছেতো আমিও আছি
মাকে আমি ভালোবাসি।
যার নেই কোন তুলনা,
মা মানে রাত্রি জাগরণ
তার সন্তান নিয়ে ভাবনা।
মা মানে অফুরন্ত আদর
আর নতুন নতুন বায়না,
মায়ের মত এতো আপন
কোথাও তো পাই না।
মা মানে কোল জড়িয়ে
যার সীমাহীন মাতৃ-ছায়া
মা নামটি এতোই মধুর
ছোট্ট শব্দ অনেক মায়া।
মা মানে ছোট্ট বেলায়
গামলায় বসে উষ্ণ স্নান,
কপালে টিপ চোখে কাজল
থাকুক অটুট অম্লান।
মা মানে কোলে বসে
আদর করে খাওয়ানো,
ঘুম পেলে মায়ের কোলে
মাথা রেখে ঘুমানো।
মা মানে বসে সারাদিন
আমার কথা চিন্তা করে,
এমন মায়ের প্রতি ভালোবাসা
যেন থাকে সকলের অন্তরে।
মা মানে বিদ্যা-বুদ্ধিমত্তা
মা মানে হাতে খড়ি,
মায়ের ভাষায় আমার ভাষা
তার ভাষাতেই গড়াগড়ি।
মা মানে তিনি গৃহলক্ষ্মী
যার চরণ তলে জান্নাত,
মা সবার আশা-ভরসা।
মোদের শ্রেষ্ঠ নিয়ামত।
মা সকাল মা সন্ধ্যা
মা হলো সকল আঁধার,
এই জগতে মা ছাড়া
সব কিছুই তো অসাড়।
মা এই দেশের মাটি
মাতৃ মায়ের প্রকৃতি,
মা আছেতো আমিও আছি
মাকে আমি ভালোবাসি।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন