শিক্ষক-আবু জাফর মহিউদ্দীন।
আবু জাফর মহিউদ্দীন
শিক্ষক মানে মনুষ্যত্ব
যিনি সবার গুরু,
অজ্ঞাতার আঁধার রুখতে
যার হাতে পাঠ শুরু।
শিক্ষক মানে সদয় ব্যক্তি
বিশ্বস্ততা তাঁর সঙ্গী,
শিশু কোচির মনন চিন্তায়
দেন শিক্ষা ফেরে দৃষ্টি।
শিক্ষক মানে পরশ পাথর
যার ছোঁয়ায় জগত আলো
জ্ঞান-বিজ্ঞান দেন সন্ধান,
দু্র করে সব ভ্রান্তি কালো।
শিক্ষক হলো দিপ্ত প্রদীপ,
তার ফুৎকারে নেভে অমানিশা,
আমরন তারে দাও সম্মান
রাখো স্মরণে পাবে দিশা।
যিনি সবার গুরু,
অজ্ঞাতার আঁধার রুখতে
যার হাতে পাঠ শুরু।
শিক্ষক মানে সদয় ব্যক্তি
বিশ্বস্ততা তাঁর সঙ্গী,
শিশু কোচির মনন চিন্তায়
দেন শিক্ষা ফেরে দৃষ্টি।
শিক্ষক মানে পরশ পাথর
যার ছোঁয়ায় জগত আলো
জ্ঞান-বিজ্ঞান দেন সন্ধান,
দু্র করে সব ভ্রান্তি কালো।
শিক্ষক হলো দিপ্ত প্রদীপ,
তার ফুৎকারে নেভে অমানিশা,
আমরন তারে দাও সম্মান
রাখো স্মরণে পাবে দিশা।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৫৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন