বিচ্ছেদ
আবুল হাসান | কাব্য - পৃথক পালঙ্ক
আগুনে লাফিয়ে পড়ো, বিষ খাও, মরো
হলে নিজের কাছে ভুলে যাও
এত কষ্ট সহ করো না।
সে তোমার কতদূর? কী এমন? কে?
নিজের কষ্টকে আর কষ্ট দিও না,
আগুনে লাফিয়ে পড়ো, বিষ খাও, মরো,
হলে নিজের কাছে নত হও, নষ্ট হয়ো না!
হলে নিজের কাছে ভুলে যাও
এত কষ্ট সহ করো না।
সে তোমার কতদূর? কী এমন? কে?
নিজের কষ্টকে আর কষ্ট দিও না,
আগুনে লাফিয়ে পড়ো, বিষ খাও, মরো,
হলে নিজের কাছে নত হও, নষ্ট হয়ো না!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ২৩০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন