আবুল হাসান

কবিতা - ডোয়ার্ক

আবুল হাসান

(রাহাত খান)

আমাকে গ্রহণ করো, আমাকে, আমাকে!

কে কাকে গ্রহণ করে? কে বা রাখে কাকে?

দেয়ালের ফাঁকে তবু জায়গা আছে, আমাদের জায়গা নেই!
এত ছোটো, এত ছোটো হয়ে গেছি আমরা সবাই!

আমাদের জায়গা নেই : গ্রহণ করবে কাউকে–
বন্ধুকে অথবা শত্রুকে!

এত ছোটো, এত ছোটো হয়ে গেছি আমরা সবাই!

পরে পড়বো
২৫০
মন্তব্য করতে ক্লিক করুন