সঙ্গমকালীন একটি বৃশ্চিকের মৃত্যু দেখে

আবুল হাসান আবুল হাসান | কাব্য - পৃথক পালঙ্ক

এই মৃত্যু জন্ম দেয় শিল্পে কুসুম :
এই আদি সঙ্গমের অনাদি পিপাসা!

দ্যাখো দ্যাখো ঝিলের ঝাকড়া ঘাসে তীরবর্তী একলা বাতাসে ঐ
টান টান একটি বৃশ্চিক!
অফুরন্ত রক্তবমি করে গেলো, অফুরন্ত অফুরন্ত!

ক্রমশঃ মৃত্যুর দিকে সঙ্গমের অনাদি পিপাসায়
বৃশ্চিকের লালা যেনো স্বর্গমর্ত জুড়ে একটি
স্ত্রী বৃশ্চিকের বোবা ঘামে হিমে কুয়াশায় নিস্পন্দিত নদী হয়ে গেল!
শেষ মিথুনের শেষে তার মৃত্যু!

জানলোনা ঘাসের ভিতর একটি যৌন আলিঙ্গন
এমন গোপন শিল্পে মৃত্তিকায় মুছিল শরীর!

জানলোনা!
কেউ জানলোনা!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন