তুমি ভালো আছো

আবুল হাসান আবুল হাসান

হৃৎপিণ্ড থেকে দুটি দুঃখময় জাগরণ চোখের গোলকে এনে
দেখছি তোমাকে,
তুমি ভালো আছো?
বুকের বাঁ পাশ থেকে কারুকার্য্যময় একটি দীর্ঘনিশ্বাস
আমি নিদ্রাহীন আত্মার উপর তুলে, চোখ খুলে দেখছি তোমাকে, তুমি- ভালো আছো?
বন্যা বিতাড়িত ভীত জলের প্লাবন খাওয়া মানুষের মতো
আমি দেখছি তোমাকে, তুমি ভালো আছো?

বাইরে বিবস্ত্র যুগ, হাহাকার, বাইরে তমসা
বাইরে বাগানে ওরা বসে আছে গোলাপের নামে সব অবগোলাপের দল!
বাইরে কোথাও কোনো মেঘ নেই, নষ্ট নির্মেঘ রাত্রি কাঁদছে কুকুর!
নেবুর পাতার মতো নিদ্রাহীন, আমার নির্জন বুকে বইছে বাতাস!
মুহূর্তে কোথাও যেনো খুলে গেলো খুনের দরোজা;
তুমি - ভালো আছো?

পৃথিবীতে আজ বড় অবিশ্বাস!
কখনো কান্নার কাছে মুখ নিয়ে মানুষ দেখিনি!
সৌর মাইল দূরে কান পেতে কম্পমান আত্মার ভিতরে
আজ অলৌকিক দেখছি তোমাকে, তুমি ভালো আছো?
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৫৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন