তোমার সঙ্গে আমার বোধ হয় বহু জন্ম আগের পরিচয়,
অচেনা সময়ের ভেতরও যেন তোমাকেই খুঁজেছি আমি—
বোধহয় তোমারই অপেক্ষায় ফাঁকা ছিল এই শূন্য হৃদয়,
প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে ছিল তোমার স্মৃতি, তোমার নাম।
আমি জানি, সব প্রেমের গল্পই হয়তো মিথ্যে—
ভালবাসা কেবল স্বপ্নের মতো এসে মিলিয়ে যায় ধুলোয়।
তবু তোমার আর আমার গল্পটা যেন,
শেষ অবধি সত্যি হয়, এ আমার একমাত্র প্রার্থনা।
যত জন্মের অন্ধকার ভেদ করে
তুমি যদি আলো হয়ে ফিরে আসো,
আমি হব সেই আকাশ,
যেখানে তুমি তোমার সব রঙ মেলে দেবে।
হাজার বছরের অপেক্ষা যদি আজকে এসে মেশে
তোমার হাসির এক বিন্দুতে,
তাহলে জীবনের সব ব্যথা,
সব শূন্যতাও পাবে তার পূর্ণ অর্থ।
তুমি এসো,
আমাদের গল্পটা হোক সময়ের থেকেও দীর্ঘ,
আর যেন পৃথিবীর সমস্ত মিথ্যের ভিড়েও
আমাদের ভালবাসাটুকু থাকে শেষ অবধি সত্যি।
অনেক ভালো ভালো লাগছে আপনার কবিতাটি
মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ