আফরোজ মেহরুবা

কবিতা - জুড়ে রয়

লেখক: আফরোজ মেহরুবা

স্মৃতির কানন জুড়ে রয় বিবর্ণ ইচ্ছেরা
জাগো সত্যবাদী, তোমার বিষাদ বরণে
বিবেক কেন কয় না কথা? তাই কি?

সাদা সিধা হতাশা ছুঁয়েছে হৃদয়
যেতেই যখন হবে, আপন ভুবনে, আমি,
কোথাও চেয়ে চেয়ে দেখিনি।
একই চক্রে থাকা কেউ কারো নয়
হাজার বছর ধরে জুড়ে রয় পাতাবাহার
মানুষ যদি মানুষ হতো,
কিন্তু আমার ফাটা কপাল
নাই কিছু, এ কেমন মানুষ?

অধুনা মানুষের কাছেই একটি শিশুর জন্ম,
শুধু তাইরে নাইরে না, আছে কি জবাব?
ক্ষুদ্র প্রাণের চোখে অনন্ত জিজ্ঞাসা-
কি আছে জীবনে মরণে?
কেন পথ হারালে বদলে যাচ্ছে স্বপ্নের কথা?
ভাটার টানে, কাটার গোলাপে, জীবনের পথে,
বিষন্ন বিকেলে নিরুদ্দেশের যাত্রী।
নিয়তির খেলা থেকে বাঁচার উপায় কি?
ব্যর্থ জীবনে নিজেকে হারিয়ে খুঁজি –
কালো গোলাপে অন্যায়ের প্রতিবাদ।

এসো শপথ করি,
বৃথা আস্ফালনের বেলা শেষের
চৈতালী হাওয়ায়।
মানুষ হব,
দুর্বোধ্য মানুষের লাগি,
অচেনা পৃথিবী।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৮৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন

প্রকাশিত মন্তব্য গুলো

  1. অন্ধ বিবেক নিয়ে সত্য কথা বলার ইচ্ছে। একই সাথে হতাশার রং ও অগ্রাহ্য করার মনোভাব পোষণ। প্রায় একই জীবিকার ভিন্ন মানুষের প্রভাবক নৈস্বর্গিক সৌন্দর্য ও প্রকৃতি। দূর্ভাগ্য ও সহায় সম্বলহীন অবস্থায় সদ্য জন্ম নেওয়া একটি মানব শিশু ও তার চেতনা। চলমান পথের ঠিকানায় স্বপ্ন দেখা মানুষের হতাশা হতে পরিত্রাণ। এখানে একটি বিশেষ ধরনের ফুলকে প্রতিবাদের প্রতীক হিসেবে নেওয়া হয়েছে। যেখানে , প্রকৃত সময়ে জায়গা করে নেয় অচেনা পৃথিবীর দূর্বোধ্য মানুষ।
    _ জুড়ে রয়

মন্তব্য করতে এখানে ক্লিক করুন