অন্তরালে নিঃশব্দে বসে ভাবি,
আচ্ছা, জীবন মানে কি অবসর যাপন?
কেউ তো থাকুক, অন্তমিলের অন্তরালে-
হয়তো তার নির্বাক প্রস্থান, অলীক কথপোকথন
বলে যাবে, অস্পষ্ট অস্তিত্বে তুমিই আমার প্রাপ্তি
কেবল একটি ফুল ও আমিই তোমার আপন
কেউ একজন ভুল করে চলে আসুক অনুভবের অস্তিত্বে
আবারও,
জীবনের রঙতুলি ফুটিয়ে তুলুক অপ্রকাশিত অধ্যায়।
যদিও খেয়াল ভাঙ্গার পর বড় ইচ্ছে করে শূন্য দুহাত পেতেছি
কবিতা তোমায় খুঁজে একটি প্রশ্ন
যখন স্বপ্ন বনে মৃত্যুর হাতছানি তখন
সোনালী ছায়ায় ঘুরে ফিরে
অবশেষে যোগফল শূন্য।
হারিয়ে যায় ফুলের মত হাসি বসন্তের আভাসে
জীবনের আয়োজনে আমি হতে পারি নাই
সীমান্তের অতন্দ্র তারকা –
আমি এখানে অচল।
মন খারাপের বিকেলে দাঁড়িয়ে থাকা তাল পাতার সিপাহীর মত
ধূসর রঙ্গের ধোঁয়া উড়ে বেড়ায় প্রিয় শহরের খোঁজে,
যান্ত্রিক ভালোবাসা দিয়ে তুমিও কি খুঁজেছ আমায়?
এখন পৃথিবী টাকার গোলাম
শান্ত জীবনের গান একসময়ের ফ্রেমে বন্দি।
কাগজে কেনা ভালোবাসা ছাড়াই আমি বেশ সুখে আছি
যেন আয়না আলাপনে শিশির ভেজা বাদামী শরীর
নির্মম প্রকৃতির বাস্তবতায় ফেলে আসা দিনের হাতছানি
কানে বেজে যায় অর্থের ধ্বনি –
দেখ মানবতা, আমায় ক্ষমা করো।
অনেক ইচ্ছের নির্বাসন আর বিন্দু বিসর্গের নীড়ে
জ্যামিতিক দূরত্বে তুমি আর আমি,
স্পর্শাতিত স্বপ্নঘোর পাল্টে দেয় সময়ের ক্যালেন্ডার।
বাকরুদ্ধ নিরবতার স্মৃতিটুকু থাক
জ্যোৎস্নায় ভেজা চাঁদে তবু মনে হয়
জীবনের মূল্য কি?
মন্তব্য করতে ক্লিক করুন