অসীমের অন্তর্বর্তী সূক্ষ্ম রেখায়
মৌন অনুপ্রবেশ ঘটায় এক পরিসংখ্যাত অনুপস্থিতি—
যা ছিল, অথচ ধারণায় অনস্তিত্বের ছদ্মবেশে।
ক্রোনোটোপিক ছায়ার ফাঁকে
নির্বাচিত না-ঘুম এক মেটাফোর—
অনভিপ্রেত নৈঃশব্দ্যের সমান্তরালে হেঁটে চলে
এক সম্ভাব্যতা, যাকে সময় এখনো অনুমোদন করেনি।
আলোকবর্জিত নৈর্ব্যক্তিকতারা
আবর্তিত হয় আত্মার আনুপূর্বিক জ্যামিতিতে,
তাদের চলনে জেগে থাকে
প্রতিস্মৃতি-নির্মিত শূন্যতা,
যা নিজেই হয়ে ওঠে প্রত্যাবর্তনের প্রতিজ্ঞা।
তোমার অনুরণন আজ
ধ্বনির ব্যাকরণে গ্রাহ্য নয়—
তবু চেতনার নিম্নপ্রবাহে
এক ধূসর প্রতিস্বর তর্জনী তোলে
নির্মূল সম্ভাবনার দিকে।
এ ব্রহ্ম-নিঃস্ব স্তব্ধতা
কি কোনো দিন বিস্তৃত হবে
অস্পষ্ট একক উপস্থিতির অভ্যন্তরস্থ অবলোকনে?
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন