তোমার চুলে কাটব বিলি —
নরম মেঘের মতো ঝুলন্ত স্বপ্নের ফোঁটা,
যেখানে বেগুনি আলো এসে হালকা দোল খায়,
আর বাতাস পড়ে মৃদু আঁচলের গায়ে।
প্রতিটি লোমের মাঝে বুনবো আমি
এক পুষ্পরাজি অশ্রুবিন্দুর,
যে ভাসিয়ে নিয়ে যায় নীরবতার বুকে
রহস্যের সোনালী ফিল্মের ছায়া।
তোমার চুলের গহ্বরে বপন করব বিলি —
সোনার চাবির মতো অদৃশ্য স্পর্শ,
যা খুলে দেয় গভীর রাতের গোপন জানালা,
তবু নীরব থাকে, কোন শব্দে না ফোটে।
বিলি কাটতে কাটতে আমি পুষে রাখবো
এক আকাশের নীলিমা, যে ভোরবেলা ছড়ায়,
চাঁদের কপালের রেখায় বাঁধা এক চিরন্তন সুর,
যে সুরে গাই আমার হারানো জীবনের গান।
তোমার চুলে কাটব বিলি —
এক ছোঁয়া, এক আঁচল, এক অনুরাগের ফণী,
যা বয়ে যায় গোধূলির গানে,
আলোকসন্ধ্যার কথা বলে—তুমি আর আমি, এক অদৃশ্য মিলন।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন