বিষাদ ছুঁয়েছে মনে
যেভাবে আঁধার ছুঁয়েছে
সূদুর গিরি হতে মহাকাশ
অন্ধকার মারিয়ানা খাত
হতাশার চোরাবালিসম
ডুবেছে সুখের কানন
শূন্যতার মরিচীকা শুধু
ধূ ধূ মরু-প্রান্তর—
অপেক্ষা পৃথিবীর
রিক্ত বৃক্ষকূল,
মানবসমাজ।
বসন্ত আসিবে
উল্লাসে গাহিবে গান
নৃত্যে বাঁধিবে সুর রিক্ত ডাল।
বিষাদ মন,শূন্যতা সূদুর
প্রাণোচ্ছল হৃদয় চৌচির
চৈত্রের খরার মতো খাঁ খাঁ রোদ্দুর
বসন্ত কি পারিবে
করিতে দূর?
অসচ্ছল বেদনাকাতর মনে
আনিবে অমৃত সুর,
বাজিবে সমুদ্র লহরী
ধ্বনিবে নূপুরের সুর—
বসন্ত আসে
প্রকৃতির অমোঘ নিয়মে
ফোটে ফুল
রিক্ত ডালে মহানন্দে
অমোঘ নিয়মেই ফের
নিরানন্দে
বিষাদ ছুঁয়ে দিয়ে
বসন্ত চলে যায়—
মন্তব্য করতে এখানে ক্লিক করুন