আহমেদ সজীব

কবিতা - শরীরের রসায়ন

লেখক: আহমেদ সজীব

আমরা শরীরের রসায়ন খুব পড়ি
প্রতিটা অঙ্গের ব্যবচ্ছেদ করে দেখি
ঠোঁট আঙুল চিবুক
এখন দেহ রসায়নের কত সূত্র বের হয়েছে –
মারণ উচাটন বশীকরণ
উদ্ভুত লাগে অথচ পতিত নারীর সমাজিকিকরন।

২৩২
মন্তব্য করতে ক্লিক করুন