তোমার সুন্দর মুখের দিকে তাকালে,
আমি হৃদয়ে স্বপ্নের পাহাড় গড়ি।
তোমার গোলাপী অধরের দিকে তাকালে,
আমি মনের দুয়ারে উষ্ণতা অনুভব করি।
তোমার হরিণী চোখের দিকে তাকালে,
আমি হৃদয়ে অন্য ভুবন রচনা করি।
তুমি কি সেই তুমি?
কে তুমি?
কার তুমি?
তুমি কি আমার তুমি?
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৫৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন