এ কে দাস মৃদুল

কবিতা - ভালোবাসবে বলে

লেখক: এ কে দাস মৃদুল

তুমি ভালোবাসবে বলে সুপ্ত কঠিন ভাষাগুলো
সাজিয়ে রেখেছিলাম হৃদয়ে,
অপূর্ণ স্বপ্নগুলো পূর্ণতা পাবে বলে
হৃদয়ের বিষণ্ণতা মুছে ফেলেছিলাম ।
বসন্ত আসবে বলে শীতের অবসন্ন দিনগুলো
হারিয়ে ফেলেছিলাম অজান্তে,
বাগানের ফুলগুলো পূর্ণতা পাবে বলে
হৃদয়ে চেতনার আলো জ্বেলেছিলাম ।

তুমি ভালোবাসবে বলে আমার প্রত্যাশাগুলো
জাগিয়ে রেখেছিলাম মনের দুয়ারে,
নীলিমার নক্ষত্রগুলো পূর্ণতা পাবে বলে
হিমেল সমীরণে প্রহর গুনেছিলাম ।
বৃষ্টি আসবে বলে মেঘের গর্জনগুলো
অশান্ত করেছিলো এই মনটাকে,
হৃদয়ের উষ্ণতাগুলো পূর্ণতা পাবে বলে
শুভ অরুণোদয় স্বাগত জানিয়েছিলাম ।

তুমি ভালোবাসবে বলে শিশির মাখা শিউলিগুলো
তুলে রেখেছিলাম যতন করে,
আঁধার ঘরের উজ্জলতা পূর্ণতা পাবে বলে
বন্ধ দুয়ার খুলে রেখেছিলাম ।
তুমি আসবে বলে শুধু ভালোবাসবে বলে
আমি প্রতীক্ষায় ছিলাম সারাক্ষণ,
আমার রক্তিম ভালোবাসা পূর্ণতা পাবে বলে
হৃদয়ে নকশি কাঁথা এঁকেছিলাম ।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন