সবার মনের মুক্তা-মানিক
পেয়ে ছিলেম, পূর্ণ !
পাগল মনটি তাঁকে দিয়ে
আবার হলাম শূণ্য !
বশে বেবশে নিলাম শুষে
যার বিষ নদীটা হেসে!
সে-ই হানলো মিশ্রির ছুরি
নীলকন্ঠে অবশেষ!
এক অখন্ড আকাশের বুকে
যতগুলো শূণ্য ধরে;
তারচেয়েও বেশী শূণ্য,
বিরহী জগলুর অন্তরে!
সবই তাঁর প্রীতি-উপহার;
প্রতিদান অঢেল বেশী!
শূণ্য হতে মহাশূন্যে
শূণ্য রাশি রাশি!
সজনীকে কত ভালবেসে
লিখছি কবিতা গান!
তবু বিষন্ন ছন্দ ছিন্ন
তার মুখায়ব ম্রিয়মাণ!
পূর্ণ আকাশ শূন্য উদাস
কার পাপে অভিশাপে?
শত্রুর কাজ বন্ধু করেছে
শাপ দিচ্ছি না অনুতাপে!

মন্তব্য করতে ক্লিক করুন