সনেট: নারীর মূল্য
আল-আমিন রানা
পৃথিবীর সকলে অজান্তে নিয়ন্ত্রিত
নিঃশব্দে হেসে চলে অমর নারী ভাব
স্নেহের ছোঁয়া বদলে দেয় নিঃস্ব রাত্রি,
যার প্রেমে ঝরে বিশুদ্ধ স্নেহের স্নান।
মন মাতে নতজানু যে-নারী অসীম,
ধরা গহিনে তার প্রেম অতি নিঃস্বার্থ;
মূল্যহীন করে যারা নারীর এ দান,
তারা অজ্ঞান শ্রেষ্ঠত্বের চিন্তায় গ্রাস।
সত্ত্বেও, যে নারী ভালোবাসে মন দিয়ে-
তার চিন্তা অন্তরালে নিঃশব্দে যে শক্তি,
বুঝে না তার হৃদয়ের গভীর হে ভাষা,
তবু জগতে জাগে চির আশার আলো।
তাই তো আমি কচিন মনে করি নারী,
অমুল্য রত্ন এ ধরার পাষাণ কাঁধে।
১
১
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন