ওঠো হে ভাই, জাগো তুমি,
ঘুমিয়ে থেকে হারিও না গৌরব।
সময় ডাকে, ইতিহাস পাঁজরে কাঁপে,
জেগে ওঠো, বিশ্ব আজ আহ্বান ছাঁপে।
ভয়কে পেছনে ফেলে দাও,
ইমানের আলো জ্বালাও হৃদয়ে ।
সত্যের তরে রুখে দাঁড়াও,
অন্যায়ের বিরুদ্ধে বজ্র হাঁকাও।
তুমি তো সেই জাতির সন্তান,
যার রক্তে আছে, বীরত্বের প্রমাণ।
তুমি তো উত্তরসূরি তাদেরই,
যারা আঁধারে জ্বেলেছিল,দীপ্ত শিখা নির্ভয়ে।
আহ্বান আজ বিবেকের,
উঠো, গড়ো স্বপ্নের বিশ্ব আবার।
জ্ঞান, ইমান, সাহসে ভরপুর,
তুমি হও আগামী প্রভাতের আলোকবর্তিকা।

৭১
মন্তব্য করতে ক্লিক করুন