করিতেছি ফরিয়াদ, আমি গুনাহগার,
কর মোরে ক্ষমা, তুমি যে গফফার ।
দিনরাত কেটেছে পাপে,ভুলের সাগরে,
ভুলেছি তোমায়,ডুবেছি এ মায়ার জগতে।
তোমার দয়া ছাড়া, কোথায় পাবো ঠাঁই?
ভয়ে কাঁপে এ অন্তর,অশ্রু বয়ে যায়।
তুমি মোরে রহম করো,করো মোরে ক্ষমা,
তওবার দরজা তুমি,দাওগো এবার খুলি।
সেজদায় লুটিয়ে চাহি,একটুখানি নাজাত,
রেখো না ফিরিয়ে,দাওগো শান্তির বারাত।
হে রব,তোমার রহমতে বাঁচিতে চাই আমি,
সহেনা এ যাতনা,এ পাপীরে করো তুমি ক্ষমা।
তুমি যে মহান,দয়াময়,হে রহিম,রহমান,
ভুলত্রুটি আজ তুমি,মোর করো বিলীন।
হে রব,তোমার কাছে এই মিনতি,
হৃদয়ে আমার জ্বালো নূরের বাতি।
এ দুনিয়ার মায়ায় পড়ে করেছি কতো ভুল,
কর মোরে ক্ষমা,এ জীবন আজ করো রঙিন।
অন্ধকারে আমি হেঁটেছি কতোকাল,আজ ক্লান্ত,
এবার দাও আলো, দাওগো মালিক আমায়।
নাফরমানি করেছি শতো,অবাধ্য বান্দা আমি,
তবুও রহম করো মোরে,করো না জাহান্নামী।
তোমার দরবারে করজোড়ে,করি এই মিনতি,
পবিত্র করো মোরে, কবুল করো এ আহাজারী।
বেহেশতের সুসংবাদ, দাওগো খোদা আমায়,
তোমার প্রেমে উঠুক হৃদয় মেতে এ ধরায়।
রহমতের ছায়ায় মোরে রেখো নিরবধি,
তোমার ইবাদতে কাটুক, আমার জিন্দেগী।
ইয়া রব,শোনো এ বান্দার ফরিয়াদ,
করো ক্ষমা,দাওগো নাজাত,তুমি দয়াময়!

০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
১০৪
মন্তব্য করতে ক্লিক করুন