বিদায় ক্ষণে এমন ছলছল চোখে,
আর চেওনা গো প্রিয় আমার প্রাণে
যেতে দাও আমায়,আর পিছু ডেকো না,
এমন মন মাতানো করুন সুরে।
এবার অভিমান ছাড়ো, একটু কথা বলো,
হৃদয়ে জমে থাকা ব্যথা, আজ নিজেই দূর কর।
যেখানে শেষ হয় পথের সব আলো,
সেখানেই তো শুরু হয় একলা পথ চলা
তোমার নয়, আমার।
ভেবো না গো প্রিয়, আমি সুখ নিয়ে যাচ্ছি,
ভেবো না তুমি, হৃদয় আমার পাথর করেছি।
যতবার তোমার চোখে আমি অশ্রু দেখেছি,
ততবার নিজেকে আমি অজানায় হারিয়েছি।
তুমি বলেছিলে, একদিন “ভালো থেকো,”
আজ আমি বলি, তুমি ও “ভালো থেকো,
কিন্তু অপেক্ষা কোরো না।”
মনে রেখো না আমায়,
কিংবা রাখলেও, ব্যথা নিও না আর।
তোমার হাসিতে যদি লুকিয়ে থাকে কান্না,
তবে সে হাসি আমার জন্যে রেখো না।
চলো, শেষ করি আজ এই অপূর্ণ গল্প,
যেখানে ভালোবাসা ছিল স্বল্প,
কিন্তু দুঃখ ছিল অপার।
বিদায় প্রিয়,
তুমি থেকো সদা আলোয়,
আমি হারিয়ে যাই অন্ধকারে,
তোমার জন্য নয়,নিজেকে খুঁজতে।
নতুন করে, নতুন করে আমি বাঁচতে চাই।

পরে পড়বো
১৪১
মন্তব্য করতে ক্লিক করুন