শোনো, চুলে হাওয়া বাঁধা মেয়ে
তোমার ছোঁয়ায় জেগে ওঠে,
আমার ঘুমপাড়ানি বোধহয়।
বিকেলের আলোয়, যদি হারায়
তোমার উড়ন্ত চুলের ছায়া,
তবু জানি, সে ছায়া বেয়ে,
জেগে ওঠে অন্তর-গাথা মায়া।
এই যে চুলে হাওয়া বাঁধা মেয়ে,
তোমার ছায়ায় চলতে গিয়ে
হারায় পথ, ব্যথা পায় পা।
হাসো কেন?
ফুল ফোটাও নিঃশ্বাসে?
চুলে হাওয়া বাঁধা মেয়ে,
তুমি হেঁটে গেলে থেমে যায়,
আমার সময়ের ঘড়ি-চাপে।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন