এলো আবার সেই দিন, পবিত্র কোরবানির আহ্বান,
আল্লাহর পথে উৎসর্গ করি হৃদয়ে বাজিতেছে গান।
ইব্রাহিমের সেই ইতিহাসে আছে ত্যাগের উজ্জল দীপ্তি,
ছেলের প্রাণও দিতে চেয়েছিলেন, কী অপার আস্থা,
কী নিত্য নীতির শক্তি দিয়েছিলেন মালিক তাঁহার!
নয় কেবল পশু জবাই, নয় কেবল খুশির খাবার,
আছে এর মাঝে গভীর শিক্ষা, হৃদয়ে করো তার প্রসার।
আত্মত্যাগের এই পাঠ শেখায়, কুরআনের স্পষ্ট বাণী,
যার অন্তরে দয়া নাই, তার কোরবানি হয় না, সবাই তাকি জানি ?
নফসকে করো কোরবানি, রাগকে দাও বিসর্জন,
ক্ষমা আর ভালোবাসা দিয়ে ভরাও জীবনের সকল শান।
গরিবের মুখে হাসি ফোটাও, নিঃস্বের পাশে দাঁড়াও,
ঈদের খুশি হোক সবার, কারো গায়ে যেন আঘাত না লাগে, ঢাল হয়ে দাঁড়াও।
সাম্যের এ উৎসবে হোক মানুষে মানুষে ভ্রাতৃত্বের বন্ধন ,
আল্লাহ চায় হৃদয়ের ত্যাগ, চায় ঈমানের অঙ্গীকার ।
রক্ত নয়, মাংস নয়, চায় অন্তরের গভীর পবিত্রতা,
এই হোক ঈদুল আজহার চূড়ান্ত স্নিগ্ধতা।
১৬৭

মন্তব্য করতে ক্লিক করুন