তোমার সেই মিষ্টি হাসি,
আমি যে বড়ই ভালোবাসি,
সকালবেলা রোদ উঠে যেমন
তেমন করেই দিনগুলো মোর করো রঙিন।
একটুখানি চাওনি, একটুখানি হাসি,
তাইতো তোমার কাছেই ছুটে আসি।
তোমার ঠোঁটের কোণে লুকানো সেই হাসি,
কি করে বোঝাই তোমাকেই ভালবাসি?
তুমি যখন হেসে বলো, “কি রে পাগল?”
আমার তখন ভালো লাগে তোমার ঐ কপোল।
তোমার হাসির মাঝেই যেন খুঁজে পাই,
শুধু আমারই একটা নতুন পৃথিবী।
মেঘলা দিনের ক্লান্ত বিকেলে,
তোমার হাসিতে রক্তিম আলো ছড়ালে,
জমে থাকা মোর কষ্টগুলো
কোন মায়ায় এমন করলে মলিন?
তোমার মিষ্টি হাসি শুধু হাসি নয়,
ওটা আমার প্রার্থনা, আমার কবিতা,
প্রেম তো আসলে এমনই কিছু,
চোখে চোখ রেখে একফোঁটা হাসিতে,
খুঁজে পাওয়া অমূল্য কিছু।

১৬
মন্তব্য করতে ক্লিক করুন