আতাউর রাহমান

কবিতা - পরকীয়া

লেখক: আতাউর রাহমান

পরকীয়া এক মিষ্টি বিষ,
যার মোহে নত হয় শিষ।
প্রেমের নামে যেখানে প্রতারণা,
বিশ্বাস ভাঙে আপন জনা।
শুরু হয় প্রেম ইশারায়,
চলে লুকিয়ে রাখা কথায়,
তারপর?—
যা দগ্ধক্ষত রেখে যায়।
সংসার ভাঙে,স্বপ্ন মরে,
শিশুর মুখে নেমে আসে আঁধার,
এক মুহূর্তে ভুলে যায় মানুষ,
হৃদয় হয় কত ছারখার।
এই প্রেমে আলো নেই,
নেই শান্তির কোনো পথ,
শুধু আছে গ্লানি আর পাপের ছায়া,
পোড়ায় নিঃশব্দে তা সারাবেলা।
যেখানে নেই সততা,
সেখানে ভালোবাসা মিথ্যা,
পরকীয়া এক ভয়ংকর আগুন,
পুড়িয়ে ছাই করে সব নিদারুণ ।
তাই এসো ফিরে যাই,
পবিত্র প্রেমের আলোয়,
যেখানে নেই কোনো প্রতারণা,
নেই পাপের কালো কোনো ছায়া।
পবিত্র প্রেমেই জীবন হোক সুমধুর।

২৩৬
মন্তব্য করতে ক্লিক করুন