আতাউর রাহমান

কবিতা - সত্য বলি

লেখক: আতাউর রাহমান

সত্য বলি, সত্য জানি,সত্য পথেই সদা চলি,
অসত্যের ছলে ভাসবো না আর, করবো নাকো ভুল।
আসুক যত দুঃখ-কষ্ট,আসুক না মহাবিপদের ঢেউ,
সত্যের আলো জ্বালাবো আমি,ভয়কে করব জয়।
সত্য বলি, সত্য খুঁজি,ভয়কে আমি তুচ্ছ করি,
সত্যের গান ধরে আমি,মিথ্যার ছলে হারাবো না-আর।
ফাঁদ পেতে যতই, লোভ- লালসা আসুক বারেবার
সত্যই আমার পণ যে হবে, সত্যই হবে শক্তি।
সত্য বলি, সত্যে অটল, সত্যে আছে জয়,
অসত্য যত ছড়াক ছল,মানবো না পরাজয়।
ধন-সম্পদ, যশ-খ্যাতি, একদিন সব ফুরাবেই,
সত্য যারা আঁকড়ে ধরেছে,ইতিহাসে তারা থাকবেই।

১২৫
মন্তব্য করতে ক্লিক করুন