কবিতা - ঈগল থাকবে ইতিহাস থাকবে না ৩ আল মাহমুদ বিদ্রোহী-দ্রোহের কবিতা জ্ঞানের বিষাদ এসে দাঁড়িয়েছে হত্যার বিজ্ঞানে কেবল প্রযুক্তি খোঁজে শাদামাথা হত্যার নায়ক সিদ্ধহস্ত খুনীদের নব্যতর বিশ্বের বিধানে এক ঠ্যাঙে বসে আছে জাতিসংঘ বিবেকের বক। ♥ ০ পরে পড়বো ৩০৭ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন